• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘পাকিস্তান এখন টেররিস্তান’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ সেপ্টেম্বর ২০১৭, ২৩:২২

পাকিস্তান এখন টেররিস্তান। সেখানে এখন এই শিল্পই ক্রমবর্ধমান, যা সারা বিশ্বে সন্ত্রাস রপ্তানি করছে।

বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ সভায় এভাবেই পাকিস্তানকে আক্রমণ করল ভারত।

ভারতের প্রথম সচিব ইনাম গম্ভীর বলেন, উর্দুতে ‘পাক’ কথাটির অর্থ ‘বিশুদ্ধ’। বিশুদ্ধ ওই ভূমি আসলে বিশুদ্ধ সন্ত্রাস তৈরি করছে। তার ছোট ইতিহাসে পাকিস্তানের ভৌগোলিক অবস্থান সন্ত্রাসের সমার্থক হয়ে উঠেছে।

তিনি আরো বলেন, তাদের মাটিতে সন্ত্রাসের বাড়-বাড়ন্তের প্রসঙ্গকে চাপা দিতেই কাশ্মীর ইস্যুকে বারবার সামনে তুলে ধরে পাকিস্তান। পাকিস্তান ওসামা বিন লাদেনকে সুরক্ষা দিয়েছে, মোল্লা ওমরকে আশ্রয় দিয়েছে।

পাকিস্তানের প্রায় সব প্রতিবেশীই এখন ভুক্তভোগী বলেও উল্লেখ করে ভারতের প্রথম সচিব বলেন, একটা ব্যর্থ রাষ্ট্র যেখানে সন্ত্রাসের বীজ বোনা হয়, সেই রাষ্ট্রের কাছ থেকে গণতন্ত্র এবং মানবাধিকারের পাঠ শিখতে হবে?

তিনি বলেন, কাশ্মীর যেমন ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, আগামী দিনে তেমনই থাকবে। পাকিস্তান যতই সীমান্তে সন্ত্রাস চালিয়ে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করুক না কেন, তাদের সে চেষ্টা সফল হবে না।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসী তার বক্তব্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেন এবং ফের আন্তর্জাতিক ফোরামে কাশ্মীর ইস্যু নিয়ে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন।

কাশ্মীরে যে বর্বরতা চলেছে, তার তদন্ত দাবি করেন তিনি।

কে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
X
Fresh