• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না: রাশিয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১০:১৭

রোহিঙ্গা ইস্যুতে চীনের পর এবার মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া। দেশটি বলছে, মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুটি অভ্যন্তরীণ বিষয়, তাই এতে হস্তক্ষেপ না করতে অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

গতকাল শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নারী মুখপাত্র মারিয়া জাকারভ এই আহ্বান জানিয়েছেন।

খবর রুশ বার্তা সংস্থা তাস এর বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের ‘অভ্যন্তরীণ বিষয়ে’হস্তক্ষেপের উদ্যোগ শুধু ধর্মীয় উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। আমরা আন্তঃধর্মীয় সংলাপের ওপর জোর দিচ্ছি।

রুশ মুখপাত্র মারিয়া জাখারোভ বলছেন, ‘আমরা সরকারের প্রতি সমর্থন জানাচ্ছি এবং ওই ধর্মের অনুসারীদের প্রতি উগ্রপন্থীদের উসকানিতে ঝাঁপিয়ে না পড়ার আহ্বান জানাচ্ছি।’

তবে রাশিয়া এও জানিয়েছে, ঘর-বাড়ি ছাড়া মানুষদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার পদক্ষেপ নিচ্ছে।

সি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৮ সেনা-বিজিপি সদস্যের প্রত্যাবাসন
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
মিয়ানমারের রাখাইনে সংঘাত, টেকনাফে এসে পড়লো গুলি
X
Fresh