• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভারতে বুলেট ট্রেন যুগের সূচনা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৩

ভারতে প্রথম বুলেট ট্রেন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর এর মাধ্যমেই ভারতে বুলেট ট্রেন যুগের সূচনা হলো। বৃহস্পতিবার সকালে গুজরাটের সবরমতী আশ্রমে এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি৷

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে৷ মূলত এ অনুষ্ঠানে যোগ দিতেই সস্ত্রীক ভারত সফরে এসেছেন শিনজো আবে৷

এটাকে ঐতিহাসিক ঘটনা আখ্যা দিয়ে শিনজো আবে বলেছেন, এই প্রকল্পের মাধ্যমে ভারত-জাপানের সম্পর্ক আরো নীবিড় হলো৷ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি খুশি৷

জানা গেছে, বুলেট ট্রেন প্রকল্পের খরচ ধরা হয়েছে মোট ১ লাখ ৮ হাজার কোটি টাকা৷ মাত্র ০.১ শতাংশ সুদে খরচের ৮১ শতাংশ দেবে জাপান। এই টাকা ৫০ বছরে ফেরতযোগ্য৷ ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই বুলেট ট্রেন প্রকল্প ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা। তবে তার আগে ২০২২ সালেও ট্রেন চলাচল শুরু হয়ে যেতে পারে। মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত চলবে ট্রেনটি৷

রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ অগস্ট দেশটির ৭৫তম স্বাধীনতা দিবসের দিন চালু হবে এই বুলেট ট্রেন।

ভবিষ্যতে দিল্লি, মুম্বাই ও কলকাতার মধ্যে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে দেশটির রেল মন্ত্রণালয়ের৷ মুম্বাই ও আহমেদাবাদের মধ্যে চলাচলকারী এ বুলেট ট্রেন রুটের বেশিরভাগ মাটির ১৮ মিটার উপরে থাকবে৷ সাত কিলোমিটার বুলেট পথ থাকবে সমুদ্রের নিচ দিয়ে৷

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh