• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পঞ্চম পারমাণবিক পরীক্ষার সত্যতা নিশ্চিত করল উ. কোরিয়া

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৮

পঞ্চমবারের মতো সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালানোর খবরটির সত্যতা নিশ্চিত করল উত্তর কোরিয়া। অন্যদিকে পারমাণবিক পরীক্ষার নিন্দা জানিয়ে উত্তর কোরিয়াকে ফের সতর্ক করল যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান ও চীন।

শুক্রবার ছিল উত্তর কোরিয়ার ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এদিন সকালে দেশটি ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। এরপরই দক্ষিণ কোরিয়া দাবি করে, ভূকম্পনটি কৃত্রিম।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস)তথ্য অনুযায়ী, যে স্থানে ভূকম্পনটির উৎস সেখানে পারমাণবিক পরীক্ষা চালিয়ে থাকে উত্তর কোরিয়া।

এ ধরনের পরীক্ষার পর নীরব থাকলেও এবার মুখ খুললো উত্তর কোরিয়াও। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উত্তর কোরিয়া এখন ব্যালাস্টিক রকেটে পারমাণবিক যুদ্ধাস্ত্র ছুঁড়তে সক্ষম।

এর আগে উত্তর কোরিয়ায় ভূমিকম্প শনাক্ত হবার পর দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর প্রধানদের বিবৃতিতে বলা হয়, এ পর্যন্ত চালানো পারমাণবিক পরীক্ষাগুলোর মধ্যে এবার সবচেয়ে বড় পরীক্ষাটি চালালো উত্তর কোরিয়া। পরীক্ষাটির জন্য ১০ কিলোটন উপকরণ ব্যবহার করা হয়েছে। যা জানুয়ারিতে উত্তর কোরিয়ার চালানো চতুর্থ পারমাণবিক পরীক্ষার তুলনায় দ্বিগুণ শক্তিশালী।

এদিকে উত্তর কোরিয়ার পঞ্চম পারমাণবিক পরীক্ষার নিন্দা জানালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই। এছাড়া নিন্দা জানালো উত্তর কোরিয়ার মিত্র দেশ চীন। আর উত্তর কোরিয়ার এ কর্মকাণ্ডকে ধিক্কারজনক বলে মন্তব্য করল রাশিয়া।

দক্ষিণ কোরিয়ায় উচ্চতর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণার বিপরীতে ধারাবাহিক পারমাণবিক পরীক্ষা শুরু করে উত্তর কোরিয়া।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে সবশেষ পারমাণবিক পরীক্ষা চালায় দেশটি।

এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh