• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফের পারমাণবিক পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১০:১০

পঞ্চমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। পারমাণবিক পরীক্ষা চালানোর এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প শনাক্ত হবার পরে এ অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার অভিযোগ, এ ভূমিকম্প কৃত্রিম। পারমাণবিক পরীক্ষা চালানোয় এ কম্পন অনুভূত হয়েছে।

এ ঘটনায় জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকও ডেকেছে দেশটি।

এদিকে চীন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ভূ-তাত্ত্বিক সংস্থাগুলোও ভূ-পৃষ্ঠের উপরিভাগের এ কম্পন রেকর্ড করেছে।

ইউএসজিএস-এর তথ্যমতে, বিস্ফোরণ থেকে এ কম্পন অনুভূত হয়েছে। পারমাণবিক বোমা বা একই ধরনের কোনও বোমার বিস্ফোরণের কারণে এ কম্পন হতে পারে।

চীনা ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টারও বিস্ফোরণ থেকে কম্পনটি হতে পারে বলে মনে করছে। এমনকি জাপান সরকারের পক্ষ থেকেও পারমাণবিক পরীক্ষা চালানোর সম্ভাবনার কথা জানানো হয়েছে।

তবে উত্তর কোরিয়া এখনও এ ব্যাপারে কোন প্রতিক্রিয়া জানায়নি। ৬ জানুয়ারি চতুর্থ পারমাণবিক বোমার পরীক্ষা চালায় দেশটি।

এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh