• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ায় গর্ভবতী নারী জিকা আক্রান্ত

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১১

মালয়েশিয়ায় প্রথমবারের মতো গর্ভবতী নারীর দেহে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

সিঙ্গাপুর সীমান্ত ঘেঁষা দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরে তৃতীয় ব্যক্তি হিসেবে ওই নারীর দেহে জিকা ভাইরাসের প্রমাণ মিলেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী এস সুব্রামানিয়াম জানান, তিন থেকে চারমাসের গর্ভবতী ওই নারী।

তিনি আরো জানান, কিভাবে ওই নারী জিকায় সংক্রমিত হয়েছে সেটি জানা যায়নি। তবে ছয় মাস আগে সিঙ্গাপুর ভ্রমণে গিয়েছিলেন তিনি। তার স্বামীও নিয়মিত যাতায়াত করেন সিঙ্গাপুরে।

গেল শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় সাবাহ রাজ্যে স্থানীয়ভাবে এক পুরুষের দেহে সন্দেহভাজন জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এর আগে গেল সপ্তাহে প্রথম ব্যক্তি হিসেবে সিঙ্গাপুর ফেরত এক নারী জিকায় আক্রান্ত বলে জানানো হয়।

এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh