• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভারতে ফের ট্রেন লাইনচ্যুত, আহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ আগস্ট ২০১৭, ১১:১৫

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে একটি ট্রেনের ১০টি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭০ জন আহত হয়েছেন। বুধবার মধ্যরাত ২টা ৫০ মিনিটের দিকে রাজ্যের অরাইয়া জেলায় এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস।

দেশটিতে অপর একটি ট্রেন দুর্ঘটনায় ২৩ জন নিহত হওয়ার মাত্র চারদিন পর এ ঘটনা ঘটলো।

ভারতীয় রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ভারতের উত্তর প্রদেশে ট্রেনটি একটি ট্রাককে ধাক্কা দিলে ট্রেনের ১২টি বগি লাইনচ্যুত হয়। উদ্ধার অভিযান চালাতে সেখানে জরুরি দল পাঠানো হয়েছে। এছাড়া আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

ভারতের নর্থ সেন্টাল রেলওয়ের (এনসিআর) মহাব্যবস্থাপক এম সি চৌহান বলেন, আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উন্নয়ন কাজ চলছিল বলে জানিয়েছেন এনসিআর সংশ্লিষ্টরা।

চলতি সপ্তাহে ভারতের এ রাজ্যটিতে দ্বিতীয়বারের মতো ট্রেন দুর্ঘটনার ঘটল। এর আগে শনিবার রাজ্যের মুজাফফরনগর জেলায় অপর একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ২২ জন নিহত ও ১৫৬ জন আহত হন।

এসএস/এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
X
Fresh