• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ক্ষমতাচ্যুতির বিরুদ্ধে নওয়াজ শরিফের চ্যালেঞ্জ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৬ আগস্ট ২০১৭, ১৯:১৫

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তার ক্ষমতাচ্যুতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি মঙ্গলবার উচ্চ আদালতের রায় পর্যালোচনার দাবি জানিয়েছেন। আল-জাজিরা।

গেলো বছর পানামা পেপার্স কেলেঙ্কারি ফাঁস হবার পর থেকেই নওয়াজের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে। শেষ পর্যন্ত দুর্নীতির অভিযোগে দেশটির উচ্চ আদালত তাকে ক্ষমতাচ্যুত করে। শরিফ ও তার পরিবারের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির ব্যাপারে তদন্তের পর জুলাই মাসের শেষের দিকে উচ্চ আদালত পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে।

এর ফলে পাকিস্তানের ৭০ বছরের ইতিহাসে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের আগেই বরখাস্ত হওয়ার দিক থেকে তিনি হলেন দেশটির ১৫তম প্রধানমন্ত্রী।

দীর্ঘ আবেদনে রায় পুনর্বিবেচনার দাবি জানিয়ে তার আইনজীবীরা আদালতের রায়ের ১৯টি পয়েন্ট চ্যালেঞ্জ করে বলেছেন, ভাসা ভাসা ভুল বিষয়ের ওপর ভিত্তি করে এ রায় দেয়া হয়েছে। মঙ্গলবার করা আবেদনে তারা আদালতের চূড়ান্ত আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন।

এদিকে শরিফ ও তার ছেলে-মেয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে দেশটির দুর্নীতি দমন সংস্থাকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh