• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সিয়েরা লিওনে পাহাড়ধসে নিহত তিন শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ আগস্ট ২০১৭, ২২:৪৯

সিয়েরা লিওনে পাহাড়ধসে ৩১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন রেড ক্রসের মুখপাত্র প্যাট্রিক ম্যাস্যাকুই।

সোমবার ভারি বর্ষণে সৃষ্ট পাহাড়ধসে রাজধানী রিজেন্টে বেশ কিছু বাড়িঘর পলি চাপা পড়ে। এসময় চাপা পড়া বাড়িঘরের বাসিন্দারা ঘুমাচ্ছিলেন।

প্যাট্রিক ম্যাসাকুই জানান, রাজধানীর মর্গে ১৭৯টি মরদেহ আনা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। তার টিম ওই এলাকায় রয়েছে এবং তারা সংখ্যা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ভিক্টর বোকারি ফোহ জানান, অন্তত কয়েকশ মানুষ চাপা পড়েছেন। ঘটনার ভয়াবহতায় তিনি নিজেই ভেঙে পড়েছেন।

তিনি আরো জানান, পলি চাপা পড়া এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং মানুষকে উদ্ধার করা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ক্যান্ডি রজার্স জানিয়েছেন, পাহাড়ি ঢল ও পলি চাপার কারণে ২ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, রাজধানীর বিভিন্ন সড়ক কাদা ও পলিতে ঢেকে গেছে। লোকজন পলির মধ্য দিয়ে চলাফেরা করছে।

এর আগে ২০১৫ সালে ফ্রিটাউনে ভয়াবহ মৌসুমী বৃষ্টিতে বন্যা হয়েছিল। তখন ১০ জন নিহত ও কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh