• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বুধবারই যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন থেরেসা মে

অনলাইন ডেস্ক
  ১২ জুলাই ২০১৬, ০৯:৪৮

কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে। লৌহমানবী হিসেবে খ্যাত মার্গারেট থ্যাচারের পর তিনিই হচ্ছে দেশটি নারী প্রধানমন্ত্রী।

দেশটির প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে জ্বালানিমন্ত্রী অ্যান্ড্রে লিডসম সোমবার সরে দাঁড়ালে তার বিনা প্রতিদ্বন্দ্বিতা প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয়।

সরে দাঁড়ানোর ব্যাপারে লিডসম বলেন, একটি শক্তিশালী এবং স্থিতিশীল সরকার পরিচালনার জন্য তার পক্ষে যথেষ্ট সমর্থন আছে বলে তিনি মনে করেন না।

ক্ষমতা হস্তান্তরে বেশি সময় নেবেন জানিয়েছে ক্যামেরন বলেন, একারণে মঙ্গলবারই তিনি মন্ত্রিসভার শেষ বৈঠক করবেন। আর বুধবারই রাজপ্রাসাদে গিয়ে পদত্যাগপত্র জমা দেবেন। ফলে সন্ধ্যায় নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন থেরেসা মে।

২৩ জুন গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে দেশটির বেরিয়ে যাওয়ার পক্ষ জয়ী হওয়ার পর পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ক্যামেরন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh