• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

চলে গেলেন রুথ ফাও

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ আগস্ট ২০১৭, ২৩:০৭

পাকিস্তানের মাদার তেরেসা খ্যাত জার্মান নাগরিক রুথ ফাও মারা গেছেন।

গেলো শুক্রবার হাসপাতালে ভর্তি করার পর বৃহস্পতিবার ভোর ৪টায় করাচিতে ৮৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

ড. ফাও ১৯৬০ সালে প্রথম পাকিস্তানে কুষ্ঠ রোগ পর্যবেক্ষণ করেন এবং কিছুদিন পরে ফিরে পাকিস্তানজুড়ে কুষ্ঠ ক্লিনিক খোলা শুরু করেন। তার অদম্য চেষ্টার ফলস্বরূপ ১৯৯৬ সালে ঘোষণা করা হয় যে, কুষ্ঠ নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। ৫৭ বছর ধরে পাকিস্তানে কুষ্ঠ রোগের বিরুদ্ধে লড়াই করেছেন।

তার মৃত্যুতে পুরো পাকিস্তানে শোক নেমে এসেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি বলেন, ড. ফাও জার্মানিতে জন্ম নিলেও তার হৃদয় সবসময় পাকিস্তানেই ছিল। ড. রুথ সেই সময়ের তরুণ যিনি পাকিস্তানে এসেছিলেন রোগাক্রান্ত মানুষের জীবনকে ভালো করতে, আর এর মাধ্যমে নিজের বাড়িও খুঁজে পেয়েছেন তিনি।

চিকিৎসক হিসেবে শিক্ষাগ্রহণের পরে ড. ফাও ক্যাথলিক সিস্টারহুডে যোগ দেন। কুষ্ঠরোগের এ বিশেষজ্ঞ ১৯৬০ সালে পাকিস্তানে আসেন। পাকিস্তানে কুষ্ঠরোগ নিরসনে তার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে অন্যতম সর্বোচ্চ বেসামরিক পদক নিশান ই-কায়েদ-ই-আজম প্রদান করে পাকিস্তান।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh