• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশিসহ ১৮ যৌন নিপীড়ক ইংল্যান্ডে দোষী সাব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ আগস্ট ২০১৭, ১৫:৪৬

বাংলাদেশিসহ ১৮ জনকে মদ ও মাদকদ্রব্য সেবন করিয়ে নারী ও কিশোরীদের যৌন নিপীড়ন করার দায়ে ইংল্যান্ডের একটি আদালত দোষী সাব্যস্ত করেছেন।

বুধবার ১৮ সদস্যের ওই চক্রকে দোষী সাব্যস্ত করেছেন দেশটির নিউক্যাসল ক্রাউন আদালত।

বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইরাক, ইরান ও তুরস্কের বেশ ক’জন নাগরিক ১৮ জনের ওই চক্রের সদস্য।

প্রসিকিউসনের অভিযোগ, চক্রটি ১৩-২৫ বছরের নারীদেরকে টার্গেট করতো। কেননা, এ বয়সের নারীরা নিজেদের পরিস্থিতিগত কারণে কাউকে কিছু বলে না।

বহু নারীকে অজ্ঞান করে বা মাদক সেবন করানোর পর যৌন নির্যাতন করতো চক্রটি। রক্ষা পায়নি শিশুরাও। তারা শিশুদেরকেও নিপীড়ন করেছে বলে প্রমাণ পাওয়া গেছে।

কোর্টের রায়ে বলা হয়েছে, ভুক্তভোগীদের ওপর কোনো ধরনের সম্মান দেখায়নি যৌন নিপীড়ক চক্রটি। তারা কম বয়সী নারীদেরই বেশি টার্গেট করতো। এতে করে তাদের কাজটা অনেক সহজ হতো।

২০১১-২০১৪ সালের মধ্যে ওই চক্র মানবপাচার, পতিতাবৃত্তিতে বাধ্য করা এবং মাদকপাচারের মত প্রায় একশ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল বলেও প্রমাণিত হয়েছে।

ওই চক্রের একজন নারী সদস্য ক্যারোলান গ্যালোন(২৩) নিজের অপরাধ স্বীকার করে জানিয়েছেন, তিনি নারী ও শিশুদের পাচার করতেন।

২০১৩ সালের ডিসেম্বরে অপারেশন শেল্টারের কাছে একজন তরুণী এবং ১৪ ও ১৫ বছরের দুই কিশোরী যৌন নিপীড়নের অভিযোগ করার পরই যৌন নিপীড়ক চক্রের অপরাধের বিষয়টি সামনে আসে।

২০১৫ সালে ওই চক্রটির বিরুদ্ধে প্রথম চার্জ গঠন করা হয়।

বুধবার বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত খবরে এসব কথা বলা হয়েছে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh