• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

চালকবিহীন বাস সার্ভিস চালু করলো এস্তোনিয়া

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৩ আগস্ট ২০১৭, ১৫:০৩

চালকবিহীন বাস সার্ভিস চালু করেছে উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়া।

গেলো তিনদিন ধরে দেশটির রাজধানীতে দুটো চালকবিহীন বাস চলাচল করতে দেখা গেছে।

সরকারি সম্প্রচার প্রতিষ্ঠান ইআরআর জানিয়েছে, অন্য কোনো যানবাহন বা পথচারীর সঙ্গে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা হয়নি।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন সোমবার সাইরেন এবং ফ্লাশ লাইটসহ একটি পুলিশ কারকে সাইড দেয়নি একটি বাস। একজন ফটোগ্রাফার দেখেছেন, মানুষ পারাপারের জায়গায় লাল বাতি ভেঙ্গে চলে যায় একটি বাস। তখন পথচারীরা অবাক বিস্ময়ে তাকিয়ে ছিলেন।

ইআরআর বলছে, যদিও চালক নেই, তবুও ট্রাফিক আইনের অনুসরণ নিশ্চিত করতে বাসে একজনকে থাকতেই হবে। বাসগুলোর দাম পড়েছে এক লাখ ইউরো। বেসরকারি খাত থেকে এই বিনিয়োগ এসেছে। আসছে ছয় মাসের জন্য এস্তোনিয়া ইউরোপীয় ইউনিয়নের সভাপতি। এই গৌরব উদযাপনের জন্যই তালিনে চালকবিহীন এ বাস চালু করা হয়েছে। তবে ছয় মাস পরও এই বাস সার্ভিস চালু থাকবে কিনা তা জানা যায়নি।

এস্তোনিয়া উত্তর-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম তাল্লিন। এস্তোনিয়া বাল্টিক দেশগুলির মধ্যে ক্ষুদ্রতম এবং সবচে’ উত্তরে অবস্থিত। এ চমৎকার দেশের নাগরিকরা এবার চালকবিহীন বাসে অভ্যস্ত হয়ে ওঠবেন।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh