• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

উত্তেজনা কমানোর দায়িত্ব আমেরিকা ও উ.কোরিয়ার : চীন

আরটিভি অনলাইন ডেস্ক

  ০১ আগস্ট ২০১৭, ১৭:৪৩

কোরিয়া উপদ্বীপে উত্তেজনা কমানোর প্রাথমিক দায়িত্ব উ. কোরিয়া ও আমেরিকার। চীনের নয়। সোমবার জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত লিউ জিয়েই বলেন, ওই অঞ্চলে চলমান উত্তেজনা কমাতে চীনকে নয়, ওয়াশিংটন ও পিয়ংইয়ংকেই প্রাথমিক দায়িত্ব নিতে হবে।

জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত লিউ জিয়েই সাংবাদিকদের বলেন, চীন কতটা সক্ষম এ ক্ষেত্রে সেটা কোন বিষয় নয়। চীনের সক্ষমতা বাস্তবভিত্তিক সমাধানে কোন ভূমিকা রাখতে পারবে না। কারণ এটা প্রধান দু’পক্ষের ওপরই নির্ভর করছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের এক মাসের সভাপতিত্ব শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, আমেরিকা ও উত্তর কোরিয়াকেই সঠিক পথে এগুতে হবে, চীনকে নয়।

এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, তিনি উত্তর কোরিয়ার ব্যাপারে চীনকে আর হাত গুটিয়ে বসে থাকতে দেবেন না।

উত্তর কোরিয়া দ্বিতীয় আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর তিনি একথা বলেন।

চীন উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র ও ব্যবসায়িক অংশীদার।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh