• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সিরিয়ায় বিদ্রোহীদের দখলে ১৪ গ্রাম

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫৯

সরকার সমর্থিতদের জোরালো বিমান হামলা সত্ত্বেও সিরিয়ার হামা প্রদেশের বেশ কয়েকটি গ্রাম নিজেদের দখলে নিল বিদ্রোহীরা।

ব্রিটিশ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ২০১৪ সালের পর এটিই বিদ্রোহীদের সবচেয়ে বড় সমন্বিত হামলা। যেখানে মাত্র চারদিনে অন্তত ১৪টি গ্রাম দখলে নিয়েছে তারা।

সংস্থাটি আরো জানায়, সরকার সমর্থিতদের বিমান হামলায় বুধবার রাতে ছয় শিশুসহ মারা যায় অন্তত ২৫ জন।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, বৃহস্পতিবার চালানো বিমান হামলায় ১০ বিদ্রোহী নিহত হয়েছেন। বিমান হামলায় সিরিয়ার সঙ্গে রাশিয়ার জেট বিমান যুক্ত আছে। রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন বিদ্রোহীদের ঊর্ধ্বতন কর্মকর্তা।

এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh