• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দেয়াল তৈরির অর্থ দেবে মেক্সিকো : ট্রাম্প

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১২

অবৈধ অভিবাসন বন্ধে যুক্তরাষ্ট্রের সীমান্তে দেয়াল তৈরির ব্যয়ভার মেক্সিকো বহন করবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকোর প্রেসিডেন্ট এ প্রস্তাব সমর্থন না করলেও এ প্রকল্পে অর্থ সহায়তা করবে বলে দাবি করেন রিপাবলিকান দলের এ প্রেসিডেন্ট প্রার্থী।

তবে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকো জানান, মেক্সিকো কোনভাবেই এ প্রকল্পে সহায়তা করবে না।

ট্রাম্প বলেন, তিনি শতভাগ নিশ্চিত যে মেক্সিকো দেয়াল নির্মাণে অর্থ সহায়তা করবে।

বুধবার মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকো পেনে নিয়েতোর সঙ্গে দেখা করেন ট্রাম্প। তবে দেয়ালের অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি।

এর আগে ট্রাম্প মেক্সিকোর অভিবাসীদের 'সন্ত্রাসী' ও 'ধর্ষক' হিসেবে আখ্যায়িত করে দু’দেশের সীমান্তে দেয়াল নির্মাণের পরিকল্পনার কথা জানান।

ট্রাম্পের দেয়াল তৈরির প্রস্তাব উত্থাপনের পর দেশটির প্রেসিডেন্ট পক্ষ থেকে জানানো হয়েছিল, দেয়াল তৈরি শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। আর তার জন্য অর্থ দিতে রাজি আছে মেক্সিকো।

এরপর মেক্সিকোর প্রেসিডেন্টের পক্ষ থেকে ট্রাম্প ও হিলারি উভয়কে আমন্ত্রণ জানানো হয়। সে আমন্ত্রণ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প।

এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh