• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন আইন কাতারের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ জুলাই ২০১৭, ১৯:২১

সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন আইন প্রণয়ন করেছেন কাতারের আমির। বৃহস্পতিবার কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি জোটের অভিযোগের প্রেক্ষিতে এ আইন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ২০০৪ সালের একটি সন্ত্রাসবিরোধী আইন প্রণয়ন করে বলেন, সন্ত্রাস চিহ্নিতকরণ এবং এর অর্থায়ন বন্ধ করতেই এ আইন।

জঙ্গিবাদে সমর্থন দেয়ার অভিযোগ এনে গেলো ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরসহ কয়েকটি দেশ। এ অভিযোগকে ‘ভিত্তিহীন’উল্লেখ করে তা নাকচ করে দেয় দোহা।

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দু’সপ্তাহ পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আল জাজিরা বন্ধ করে দেয়াসহ কাতারকে ১৩ দফা শর্ত বেঁধে দেয় চার দেশ।

শর্ত পূরণে ১০ দিনের সময়সীমা দেয়া হয়। সে সময়সীমা শেষ হবার পর ২ জুলাই রোববার সেই সময়সীমা দু’দিন বাড়ানোর কথা জানায় সৌদি সূত্র। সেই সময়সীমাও শেষ হবার পর নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দেয়া হয়।

এরপর গেলো সপ্তাহে সন্ত্রাস মোকাবেলায় আমেরিকার সঙ্গে এক চুক্তি করে কাতার। তবে এর বিস্তারিত কিছু জানানো হয়নি।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চেয়েছেন রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কাতারের আমির
বাংলাদেশ-কাতারের মধ্যে ১১ চুক্তি-সমঝোতার সম্ভাবনা
X
Fresh