• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পেরুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ জুলাই ২০১৭, ১৮:০৮

পেরুর দক্ষিণ উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৪। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে এএফপি এ তথ্যটি জানায়।

ভূমিকম্পটি স্থানীয় সময় সোমবার রাত ৯টা ৫ মিনিটে ভূ-পৃষ্ঠের ৪৪ কিলোমিটার গভীরে আঘাত হানে।

পেরুর দ্বিতীয় বৃহত্তম জনবসতিপূর্ণ নগরী আরিকুইপার থেকে প্রায় ২২০ কিলোমিটার পশ্চিমে এটি আঘাত হানে।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। জনগণের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

২০০৭ সালের আগস্টে পেরুতে সবশেষ শক্তিশালী ভূমিকম্পে ৫৯৫ জন নিহত হয়।

এদিকে আলাস্কা অ্যালিউশিয়ান আইল্যান্ডস ও রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভয়ঙ্কর ভূমিকম্পের পর সোমবার সুনামির সতর্কতা জারি করা হয়। কিন্তু পরদিন মঙ্গলবার তা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে সেখানে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮। স্থানীয় সময় সকাল ১১টা ৩৪ মিনিটে রাশিয়ার শহর নিকোলস্কোয়ে থেকে ২০০ কিলোমিটার দূরে কামচাটকা উপদ্বীপ এলাকায় এই কম্পন অনুভূত হয়।

ওয়াশিংটন পোস্ট জানায়, দ্য ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার সুনামি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করে নেয়।

ভূমিকম্পের উৎসস্থল ছিল আলাস্কার অ্যালিউশিয়ান আইল্যান্ডসের কাছে আট্টু নামে একটি বদ্বীপ এলাকা।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান
ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি
ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত
X
Fresh