• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রোববার খুলছে আল-আকসা মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুলাই ২০১৭, ০৯:৩৭

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গোলাগুলিতে হতাহতের ঘটনায় দু’দিন বন্ধ থাকার পর রোববার খুলে দেয়া হচ্ছে মসজিদটি।

এমনটি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতিতে আরো বলা হয়, মুসলমান ধর্মাবলম্বী ছাড়াও দর্শনার্থী ও পর্যটকরা মসজিদটিতে পর্যায়ক্রমে প্রবেশের সুযোগ পাবেন।

এর আগে শুক্রবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গোলাগুলির ঘটনায় দুই ইসরায়েলি পুলিশসহ নিহত হয় পাঁচজন।

আল আকসা মসজিদে গোলাগুলির ঘটনায় তিন ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি পুলিশ কর্মকর্তার মৃত্যুর পর মসজিদটি বন্ধ করে দেয় ইসরায়েলি পুলিশ।

জেরুজালেমের শীর্ষ মুসলিম ওলামা শেখ মোহাম্মদ আহমেদ হুসেইনকে গ্রেপ্তারের পর মসজিদটিতে শুক্রবারের জুম্মার নামাজও বাতিল করা হয়। পরে মুসল্লিরা পার্শ্ববর্তী একটি খোলা জায়গায় জুম্মার নামাজ আদায় করেন।

গ্র্যান্ড মুফতির ছেলে ওমর সাংবাদিকদের বলেন, তার বাবাকে ইসরায়েলি পুলিশ গ্রেপ্তারের পর অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। পরে ২ হাজার ৮০০ মার্কিন ডলারের বিনিময়ে তাকে জামিনে মুক্তি দেয়া হয়।

এ বছর এই প্রথমবারের মতো জুম্মার নামাজের দিন মসজিদটি বন্ধ করে দেয়া হয়।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মসজিদে পুত্রের আজানে উচ্ছ্বসিত নায়ক সাইমন
মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু
পাগলা মসজিদে রেকর্ড ৭ কোটি ৭৮ লাখ টাকার সঙ্গে মিলল আরও যা যা
প্রেমিকাকে জীবনসঙ্গী হিসেবে পেতে পাগলা মসজিদের দান বাক্সে চিঠি
X
Fresh