• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কয়েক ঘণ্টার মধ্যে মসুলের নিয়ন্ত্রণ নেবে ইরাকি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ জুলাই ২০১৭, ১৯:২৮

ইরাকের মসুলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। আর কয়েক ঘণ্টার মধ্যেই গোটা শহরটির পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে ইরাকি সেনাদের।

শনিবার এমন ঘোষণা দেয়া হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনে। ২০১৬ সালের ১৭ অক্টোবর থেকে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা সহায়তায় গুরুত্বপূর্ণ এই শহরটি দখলের চেষ্টা চালিয়ে আসছে ইরাকি সেনারা।

২০১৪ সাল থেকে এখন পর্যন্ত মসুল শহর ছেড়েছেন প্রায় নয় লাখ মানুষ।

এদিকে শনিবার নিরাপত্তা বাহিনীর অভিযানে আইএসের ৩৫ জঙ্গি নিহত ও আরো ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নিজেদের সবশেষ শক্ত ঘাঁটি মসুলের পশ্চিমাঞ্চলীয় ওল্ড সিটি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

এক বিবৃতিতে জয়েন্ট অপারেশন কমান্ড (জেওসি) বলেন, ওল্ড সিটি থেকে টাইগ্রিস নদী অতিক্রম করে অন্যত্র চলে যাবার চেষ্টা করার সময় আইএসের সদস্যরা নিহত হন।

ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসুল সাংবাদিকদের বলেন, টাইগ্রিস নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে ব্যাপক যুদ্ধ হয়েছে। ওল্ড সিটির জঙ্গিদের নিয়ন্ত্রণে থাকা সবশেষ অঞ্চল মুক্ত করতে আমাদের সামরিক বাহিনীর সদস্যরা তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন।

ওয়াই/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh