• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আইরিশ নারী সাংবাদিকের সঙ্গে ট্রাম্পের ‘উদ্ভট আচরণ’ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ জুন ২০১৭, ১৫:১৯

চলতি মাসে আয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী নির্বাচিত হন ভারতীয় বংশোদ্ভূত লিও ভারাদকার। শপথ গ্রহণের পর প্রথমবারের মতো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ করেছেন তিনি। ফোনে কথা বলা সময় ট্রাম্প করলেন এক উদ্ভট কাণ্ড!

হোয়াইট হাউজের ওভাল অফিসে ট্রাম্প বসে ছিলেন। সঙ্গে ছিলেন দু’দেশের সাংবাদিকরা। এসময় ভারাদকারকে শুভেচ্ছা জানান তিনি।

ফোনে ট্রাম্প বলতে থাকেন, আমাদের সঙ্গে আয়ারল্যান্ডের অনেক সংবাদকর্মী আছেন। তারা এখন চলে যাচ্ছেন।

এসময় তিনি এক নারী সংবাদ কর্মীকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলেন, আপনি কোথায় থাকেন? এখানে আসুন।

আইরিশ গণমাধ্যম আরটিই’র সংবাদ কর্মী ক্যাটরিওনা প্যারি নিজের পরিচয় দেন ট্রাম্পের কাছে।

ফোনের ওপারে থাকা আইরিশ রাষ্ট্রপ্রধানকে ট্রাম্প বলতে থাকেন, তার মুখের হাসি চমৎকার। আমি বাজি ধরতে পারি সে আপনাকে খুশি করতে পারবে।

এ ঘটনাকে ‘উদ্ভট আচরণ’ উল্লেখ করে ভিডিওসহ টুইট করেন প্যারি। তাৎক্ষণিক অনেকে ট্রাম্পের সমালোচনাও করেন।

এসময় অনেকেই দেশের পক্ষ থেকে ক্ষমাও চেয়েছেন আইরিশ ওই সাংবাদিকের কাছে।

ওয়াই/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh