• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিবিসি উপস্থাপকের অন-এয়ারে ৪ মিনিটের নীরবতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ জুন ২০১৭, ১২:০১

হুউ অ্যাডওয়ার্ড। বিবিসির অভিজ্ঞ উপস্থাপক। বুধবার সকালের সংবাদ ‘নিউজ এট টেন’র সময় কম্পিউটার গোলযোগের কারণে অন এয়ারে ৪ মিনিট নীরব তিনি।

ওই সময় সংবাদ পাঠের জন্য চেয়ারে ছিলেন তিনি। অ্যাডওয়ার্ড বুঝতে পারেননি যে তিনি অন এয়ারে আছেন।

ক্যামেরা একবার জুম ইন ও জুম আউট করছিল। ওই সময় টেলিভিশন স্ক্রিনের অপর পাশে এ সমস্যার জন্য ক্ষমা চাওয়া হয়। ওই সময় উপস্থাপক হুউ এ্যাডওয়ার্ডকে বিভিন্ন এ্যাঙ্গলে দেখানো হচ্ছিল। তবে তার কোনো কথা শোনা যাচ্ছিল না।

কোনো সতর্কতা না দিয়ে প্রায় ৪ মিনিট চলতে থাকে এমন অবস্থা। উপস্থাপক কথা বললেও কোনো শব্দ শোনা যায়নি। ৪ মিনিট পরে অ্যাডওয়ার্ড তার নীরবতা ভাঙ্গেন এবং সঠিকভাবে সংবাদ উপস্থাপনা শুরু করেন।

পরে এক টুইট বার্তায় ওই সংবাদের এডিটর স্ক্রিনে উপস্থাপকের নীরবতার জন্য প্রযুক্তির ত্রুটিকে দায়ী করেন। সকালের সংবাদ শুরুর কিছুক্ষণ আগে কম্পিউটার গোলযোগ হয়েছিল বলে জানান এডিটর।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh