• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

হামলাকারীকে গণধোলাই থেকে বাঁচালেন ‘হিরো ইমাম’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ জুন ২০১৭, ২২:০৬

উত্তর লন্ডনের ফিন্সবারি পার্কে একটি মসজিদের সামনে হামলা চালনোর সময় মসুল্লিরা হামলাকারীকে গণধোলাই দেয়া কালে মসজিদের ইমাম তাকে বাঁচিয়ে পুলিশের কাছে সোপর্দ করার অনুরোধ করন।

আর মসজিদের এ ইমাম মোহাম্মদ মাহমুদের সাহসিকতার জন্য ব্রিটিশ গণমাধ্যমকে ‘হিরো ইমাম’ বলে আখ্যায়িত করা হয়েছে।

দ্য টেলিগ্রাফ জানায়, স্থানীয় সময় রোববার রাত ১২ টা ২০ মিনিটের দিকে তারাবির নামাজ শেষে মুসুল্লিরা সেভেন সিস্টার্স রোডের মসজিদ থেকে বের হলে প্রথমে তাদের ওপর ভ্যান চালিয়ে দেয়া হয়। পরে ভ্যান থেকে নেমে ছুরি নিয়ে মুসুল্লিদের এলোপাথারি কোপাতে থাকেন ভ্যানচালক।

খালিদ আমিন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় হামলাকারী ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘আমি সব মুসলিমকে হত্যা করতে চাই’।

এসময় মুসুল্লিরা তাকে ধরে ফেলে এবং গণধোলাই দিতে থাকেন। পরে মসজিদের ইমাম মাহমুদ চিৎকার করে বলতে থাকেন, ‘উনাকে ধরবেন না! কেউ ধরবেন না!’ পরে পুলিশ সে সন্দেহভাজনকে আটক করে নিয়ে যায়।

স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গেলো রাতে ঘটানাস্থলে কয়েকজনকে ওই সন্দেহভাজনকে গণধোলাই দিলে তাদের কে না মারার জন্য অনুরোধ করি। পুলিশ আসার পর তাদেরকে ওই ব্যক্তিকে নিয়ে যাবার জন্য বলি।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এতে ১ জন নিহত ও ৮ জন আহত হন।

ঘটনার পরপরই সেখানে জড়ো হন, পুলিশের সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, একে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবেই দেখছে পুলিশ।

পবিত্র রমজান মাসে ইবাদতে মশগুল মুসলমানদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে দাবি, মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh