• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফটোশপ বিড়ম্বনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ জুন ২০১৭, ১৭:২৮

ফটোশপ বিড়ম্বনায় পড়লেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ। স্বাস্থ্যবিষয়ক প্রচারণায় ফটোশপ করা একটি ছবি প্রচারণায় ব্যবহার করায় তুমুল সমালোচনা মুখে পড়ে পাঞ্জাবের এ মুখ্যমন্ত্রী ।

প্রচারণায় ব্যবহৃত ছবিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের মাথা ফটোশপের মাধ্যমে কোর্ট টাই পরা এক ব্যক্তির শরীরে বসিয়ে দেয়া হয়।

পাঞ্জাবের ৪০টি হাসপাতালে ৬০০ কোটি রূপি বিনিয়োগের বিজ্ঞাপন গেলো সপ্তাহে বিভিন্ন সংবাদপত্রে ছাপা হয়।

ছবিতে শাহবাজের তুলনামূলক পাতলা গড়ন দেখে অনেকের সন্দেহ হয়।

পরবর্তীতে জানা যায় মাইকেল জে রেভনেস নামের এক মার্কিন আইনজীবীর শরীরে ফটোশপ করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মাথায় বসিয়ে দেয়া হয়েছে।

শাহবাজ শরীফ এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট বিজ্ঞাপনী সংস্থাকে কালো তালিকাভুক্তির পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

তবে ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ দাবি করেছে, এটা মুখ্যমন্ত্রীর নিজের হাতের কাজ।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh