• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইরান পার্লামেন্ট ও খোমেনি’র মাজারে হামলা (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ জুন ২০১৭, ১৩:১৬

ইরানের রাজধানী তেহরানে দেশটির পার্লামেন্ট ভবন ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা খোমেনির মাজারে ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবার এ ঘটনা ঘটে।

এতে পার্লামেন্টের ভেতরে বন্দুকধারীর গুলিতে এখন পর্যন্ত একজন আহত হবার খবর পাওয়া গেছে। ইরানি সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পার্লামেন্টের ভেতর এক বন্দুকধারী গুলি চালিয়ে এক নিরাপত্তা রক্ষীকে আহত করে। এছাড়া রিপোর্টে আরো কয়েকজন আহত হবার খবর পাওয়া গেছে।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান পার্লামেন্টের হামলার ঘটনার ‘সমাপ্তি’ হয়েছে।

ঐ ব্যক্তি আরো বলেন নিরাপত্তা বাহিনী পার্লামেন্টের ভেতরে এবং বাইরে একত্রিত হয়েছে।

ইরানের আইআরআইবি নিউজ এজেন্সি একজন সংসদ সদস্যের বরাত দিয়ে বলছে হামলাকারী বেশ কয়েকজন ছিলো এবং তাদের হাতে একে-৪৭ রাইফেল ছিলো।

নিউজ এজেন্সিটি বলছে আহতের সংখ্যা দু’ জন।

এদিকে একই সময়ে দক্ষিণ তেহরানে ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির মাজারে গুলি করে কয়েকজনকে আহত করা হয়।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh