• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফের পাকিস্তানে ৪ জঙ্গির ফাঁসি

অনলাইন ডেস্ক
  ১৯ মে ২০১৭, ০৯:৪৯

ফের চার জঙ্গিকে ফাঁসি দিলো পাকিস্তান সেনা আদালত। সেনাবাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন (ISPR) তা জানিয়েছে।

এ চার জঙ্গির নাম মহম্মদ ইব্রাহিম, রিজওয়ান উল্লাহ, সর্দার আলি এবং শের মহম্মদ খান।

বুধবার ভয়াবহ পেশোয়ার আর্মি স্কুলে নাশকতার মামলায় চার তালিবান জঙ্গিকে ফাঁসি দিয়েছিল পাকিস্তান সরকার।

সেই ঘটনার পর চব্বিশ ঘণ্টা পার না হতেই আরো চার জঙ্গিকে ফাঁসি দিল পাকিস্তানসেনা আদালত। খাইবার-পাখতুনখোয়া প্রদেশের একটি জেলে এ চার তালিবান জঙ্গিকে আটক করে রাখা হয়েছিল।

আইএসপিআর সূত্রে জানা গিয়েছে, এ আট জঙ্গিই তেহরাক ই তালিবানের সক্রিয় সদস্য ছিলেন। পাকিস্তান সেনার তরফে জানানো হয়েছে, পাকিস্তান নাগরিকদের হত্যা, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আইন প্রণয়নকারী সংস্থার ওপর আক্রমণের মতন গুরুতর ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন ওই চার তালেবান জঙ্গি৷

২০১৪ সালে পেশোয়ারের ওই স্কুলে হামলা চালিয়ে ১৩২জন শিক্ষার্থীকে খুন করেছিলেন জঙ্গিরা। এ নাশকতায় সবমিলে মোট নিহতের সংখ্যা ১৪৮।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh