• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মারা গেছে ওমরানের ভাই

অনলাইন ডেস্ক
  ২১ আগস্ট ২০১৬, ১০:৫৩

সিরিয়ার আলেপ্পোতে বুধবার চালানো বিমান হামলায় আহত ওমরানের বড় ভাই মারা গেছে। রয়টার্সের প্রদিবেদনে জানা যায়, শরীরের বেশ কয়েকটি অঙ্গ ক্ষতিগ্রস্ত এবং অতিরিক্ত রক্তক্ষরণে ওমরানের ১০ বছর বয়সী ভাই আলী দাকনিশ মারা যায়।

১০ বছর বয়সী আলির মৃত্যুর মধ্য দিয়ে আলেপ্পো ও এর আশপাশে নিহতের সংখ্যা বেড়ে ৪৪৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১০০ শিশু রয়েছে। লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

আলেপ্পোতে উদ্ধার ওমরানের ক্ষত-বিক্ষত এবং হতবাক চেহারা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সমালোচনার ঝড় ওঠে।

সিরিয়ার উত্তরে আলেপ্পো শহর বেশ কয়েক বছর ধরে ইসলামিক স্টেটের (আইএস) দখলে আছে। সম্প্রতি সেখানে বিমান হামলা বাড়িয়েছে রাশিয়া। তাদের সহায়তায় অঞ্চলটি দখলমুক্ত করতে চেষ্টা করছে সিরিয়া।

মানবাধিকারকর্মীরা আলেপ্পোয় বোমা হামলার জন্য সিরিয়ার সরকার ও রাশিয়াকে দায়ী করেছে। তবে রাশিয়া অস্বীকার করে বলেছে, তারা কখনোই বেসামরিক নাগরিকের ওপর হামলা চালাচ্ছে না।

এদিকে সিরিয়ায় গেলো পাঁচ বছর ধরে চলা সহিংসতা বন্ধে আগামি ছয় মাস আরো সক্রিয় ভূমিকা রাখবে আঙ্কারা। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে সংবাদ সম্মেলনে একথা জানান দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh