• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মস্কোয় হামলার দায় স্বীকার করেছে আইএস

অনলাইন ডেস্ক
  ১৯ আগস্ট ২০১৬, ১৫:২১

এবার রাশিয়াতে নিজেদের অবস্থান নিশ্চিত করল আইএস। বুধবার মস্কোয় ট্রাফিক পুলিশের ওপর হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংগঠনটি।

আগ্নেয়াস্ত্র ও কুঠারধারী দু’জন ওই হামলা চালায়। এতে পুলিশের দুই সদস্য আহত হন। পরে নিরাপত্তাবাহিনীর গুলিতে হামলাকারীরা নিহত হন।

বার্তা সংস্থা আমাক’র মাধ্যমে ওই হামলার দায় স্বীকার করে।

একই দিন সেন্ট পিটার্সবার্গের একটি বাড়িতে অভিযান চালায় রাশিয়ার বিশেষ বাহিনী। এ সময় বন্দুকযুদ্ধে সন্দেহভাজন চার জঙ্গি নিহত হয়।

রাশিয়া উত্তর ককেশাস অঞ্চলে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়ছে। যেসব রুশ নাগরিক আইএসে যোগ দিয়েছে তাদের অধিকাংশই উত্তর ককেশাস অঞ্চলের।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh