• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সিরিয়ার আইএসের হামলায় নিহত ৩৮ (ভিডিও)

আন্তর্জাতিক, আরটিভি অনলাইন

  ০৩ মে ২০১৭, ১১:৫৪

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বাস্তুচ্যূত মানুষের ওপর জঙ্গি গোষ্ঠী আইএসের অতর্কিত আত্মঘাতী হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। আহত প্রায় অর্ধশত।

এদের মধ্যে সাধারণ মানুষ ও কুর্দি নেতৃত্বাধীন বাহিনী-এসডিএফ যোদ্ধা রয়েছেন।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা-সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মঙ্গলবার ইরাক-সিরিয় সীমান্তবর্তী হাস্সাকেহ প্রদেশের শাদ্দাফি শহরের রাজম আল-সালিবি এলাকায় হামলাটি চালানো হয়।

বাস্তুচ্যূত কয়েক শ’ মানুষের অস্থায়ী ক্যাম্প লক্ষ্য করে আত্মঘাতী হামলা করে আইএসের অন্তত ৫ সদস্য।

আইএস বলছে, ধর্মত্যাগী মানুষকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে।

সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী ইরাক-সমর্থিত এসডিএফ কুর্দি এবং আরব যোদ্ধাদের চাপে আছে জিহাদি গোষ্ঠীটি।

হাস্সাকেহ বেশীরভাগ এলাকা যৌথবাহিনীর নিয়ন্ত্রণে।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh