• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তুরস্কে উইকিপিডিয়া নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ মে ২০১৭, ০০:০৯

সন্ত্রাসবাদকে উসকে দেয়ার অভিযোগে তুরস্কে ইন্টারনেট ভিত্তিক মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াকে নিষিদ্ধ করেছে দেশটির সরকার।

প্রেসিডেন্ট এরদোগানের অভিযোগ, বিরোধীরা উইকিপিডিয়ার মাধ্যমে তার সমালোচনা করছে। আর এ কারণেই ওয়েবসাইট বন্ধ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গেলো বছর জুলাইয়ের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার দায়ে চার হাজার সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করে এরদোগান সরকার।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বিচারক, মন্ত্রণালয়ের কর্মকর্তা, সেনা কর্মকর্তা ও বিমান বাহিনীর সদস্য।

এদিকে পৃথক একটি আদেশে তুর্কি সরকার দেশটিতে টিভি ডেটিং শো’ও নিষিদ্ধ করেছে।

এপ্রিলের শুরুতে তুরস্কে গণভোটে এরদোগানের পক্ষ জয়ী হওয়ায় তার ক্ষমতা আরও বেড়ে গেছে। এখন সংবিধান পরিবর্তন করে ক্ষমতার মেয়াদ বাড়ানোর সুযোগ হয়েছে তার। সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তন করে রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করতে চলেছেন এরদোগান।

আর এ সরকারে আগামী ২০২৯ সাল পর্যন্ত একটানা প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবেন তিনি।

গণভোটের বিরোধী পক্ষগুলো অভিযোগ করে আসছিল, এ ধরনের ভোটে এরদোগানের পক্ষ জয়ী হলে একনায়কতন্ত্র চালু হবে তুরস্কে।

উইকিপিডিয়া অলাভজনক উইকিমিডিয়া ফাউন্ডেশন পরিচালানা করে। স্বেচ্ছাসেবীরা বিশ্বব্যাপী সম্মিলিতভাবে ২৯১টি ভাষার উইকিপিডিয়ায় প্রায় ৩৫ মিলিয়ন নিবন্ধ রচনা করেছেন যার মধ্যে শুধু ইংরেজি উইকিপিডিয়ায় রয়েছে ৫.৩ মিলিয়নের অধিক নিবন্ধ। যে কেউ ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে যে কোনো নিবন্ধের সম্পাদনা করতে পারেন এতে।

ওয়াই/এসজে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh