• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সন্ত্রাসী সন্দেহে লন্ডনে মুসলিম নারীকে পুলিশের গুলি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ এপ্রিল ২০১৭, ১৯:০৪

লন্ডনে সন্ত্রাসী সন্দেহে বোরখা পরা এক নারীকে বাস থেকে নামিয়ে হেনস্তা করার পর আরেক মুসলিম নারীকে গুলি করেছে পুলিশ। পুলিশের দাবি, অভিযানের মাধ্যমে একটি 'সন্ত্রাসী হামলা' নস্যাৎ করা হয়েছে।

বৃহস্পতিবার এ ঘটনাকে কেন্দ্র করে লন্ডনজুড়ে মেট্রোপলিটন পুলিশের কাছে আটক হয়েছেন ছয় জন।

ডেইলি মেইল জানায়, শহরের উত্তরাংশের ওইলসডেন হাইরোডের যাত্রীবাহী বাস থেকে বোরখা পরা নারীকে নামিয়ে হেনস্তা করা হয়।

অন্যদিকে লন্ডন মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী কমিশনার নেইল বসু জানান, কাউন্টার টেরোরিজমের স্পেশাল একটি দল হার্লসডেন রোডে ওই নারীকে আটক করতে দেখা যায়।

তিনি আরো জানান, পুলিশের গুলিতে আহত হয়ে ওই নারী শঙ্কামুক্ত অবস্থায় হাসপাতালে চিবিৎসাধীন রয়েছেন।

এদিকে লন্ডনে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার সন্দেহে দক্ষিণ-পূর্ব কেন্টে ৪৩ বছরের অপর এক নারীকে আটক করেছে পুলিশ। এছাড়া পার্লামেন্টের কাছে ২৭ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যার কাছে একটি ছুরি ছিল।

বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট ভবনে ছুরিসহ ব্যাগ নিয়ে ঢুকতে গিয়ে আটক হয় এক ব্যক্তি। সে ঘটনার কয়েক ঘণ্টা পর এ অভিযান চালানো হয়।

এর আগে গেলো ২২ মার্চ খালিদ মাসুদ নামের এক দুর্বৃত্ত পার্লামেন্ট এলাকায় হামলা চালায়, এতে এক পুলিশসহ ৫ জন নিহত হয়।

https://www.youtube.com/watch?v=lmSxdTGeulU

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নাট্যনির্মাতার মৃত্যু
লন্ডন-ঢাকা ফ্লাইটে আসন ফাঁকা নিয়ে ফেসবুক পোস্ট, প্রতিবাদ বিমানের
লন্ডনের পুলিশ স্টেশনে আগুন
X
Fresh