• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রোববার ভারতে আসছেন তুরস্ক প্রেসিডেন্ট এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ এপ্রিল ২০১৭, ২৩:২৪

তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দু’দিনের সফরে ভারতে আসছেন। আসছে রোববার নয়াদিল্লি পৌঁছনোর কথা তার।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এরদোয়ানের ভারত সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

ভারত সফরে তুরস্ক প্রেসিডেন্টের সঙ্গে মন্ত্রিসভার কয়েকজন সদস্য, জ্যেষ্ঠ কর্মকর্তা থাকবেন এবং ভারত-তুরস্ক ব্যবসায়ী ফোরামের বৈঠকে অংশ নিতে থাকবে ১৫০ জনের ব্যবসায়ী প্রতিনিধিদল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা রুচি ঘনশ্যাম জানান, সফরে এরদোয়ান পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট, দ্বিপক্ষীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।

তিনি জানান, এরদোয়ানের সঙ্গে বৈঠকে ভারতের নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ-এনএসজি’র সদস্যপদ পেতে জন্য তুরস্কের সমর্থন চাইবে দিল্লি।

তিনি আরো জানান, উভয় দেশই সন্ত্রাসবাদের শিকার এবং এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

ভারতের এনএসজি’র সদস্যপদ পাবার ক্ষেত্রে প্রধান বাধা চীন।

চীনের দাবি, নিউক্লিয়ার নন-প্রলিফের‌্যাশন ট্রিটি-এনপিটি সই না করে কোনো দেশ কিভাবে এনএসজি’র সদস্য হতে পারে তা নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। এ নিয়ে আরো আলোচনা হওয়া দরকার।

শুধু তাই নয়, যদি ভারত এনএসজি’র সদস্যপদ পায়, তবে পাকিস্তানও পেতে পারে বলেও দাবি চীনের।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh