• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সৌদিআরবে প্রবাসী বাংলাদেশিদের চাকরি হারানোর শঙ্কা (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৮ এপ্রিল ২০১৭, ১২:০৬

বেকারত্ব বাড়ায় নতুন শ্রম আইন বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এর ফলে এখন থেকে শপিংমলগুলোতে বিদেশিদের কাজ করার সম্ভাবনা কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। এতে চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন কয়েক লাখ প্রবাসী বাংলাদেশি।

তবে এখনই শঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন, সৌদি আরবের প্রতিষ্ঠিত বাংলাদেশি ব্যবসায়ীরা।

‘ভিশন টুয়েন্টি থার্টি’বাস্তবায়নে ১৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরির জন্য কাজ শুরু করছে সৌদি আরব সরকার। এজন্য শপিংমলে বিদেশিদের কাজের সুযোগ কমিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি শ্রম মন্ত্রণালয়। যা বাস্তবায়ন হলে প্রবাসী শ্রমিকেরা আর শপিংমলে কাজ করতে পারবেন না।

এমন ঘোষণার পর সৌদি আরবের বিভিন্ন শপিংমলে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা শঙ্কায় পড়েছেন। বিশেষ করে শপিংমলগুলোকে নারীবান্ধব করতে সৌদি নারীদের নিয়োগের সিদ্ধান্ত, বাংলাদেশি পুরুষ শ্রমিকদের শংকা আরো বাড়িয়ে দিয়েছে।

আশার কথা হলো রাতারাতি চাকরি হারাবেন না বিদেশি শ্রমিকেরা। তবে চাকরিরতদের সঙ্গে প্রতিষ্ঠানের চুক্তির মেয়াদ শেষ হলে নতুন করে আর চুক্তি করা যাবে না।

তবে এই উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে না বলে মনে করছেন সৌদি আরবে প্রতিষ্ঠিত বাংলাদেশি ব্যবসায়ীরা। তাই এখনই হতাশ না হবার আহ্বান জানিয়েছেন।

এপি / এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh