• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইরানের ঘাঁটি থেকে রাশিয়ার বিমান হামলা

অনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট ২০১৬, ১১:১৬

সিরিয়ায় বিদ্রোহীদের ওপর বিমান হামলার জন্য এবার ইরানের ঘাঁটি ব্যবহার করল রাশিয়া। মঙ্গলবার এ হামলা চালানো হয়। এতে প্রাণহানি ঘটে অন্তত ২৭ বেসামরিক লোকের।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ইরানে সৈন্য মোতায়েন করল রাশিয়া। ইরানের হামেদান ঘাঁটি থেকে দূরপাল্লার বোমারু বিমান দিয়ে সিরিয়ায় হামলা চালানো হয় বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়।

হামলায় উত্তরের আলেপ্পো ও ইদলিবের জঙ্গি প্রশিক্ষণ শিবির, অস্ত্র- গোলাবারুদ ও জ্বালানিপূর্ণ পাঁচটি গুদাম ধ্বংস হয় বলে দাবী করেছে রুশ কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়া ইরানের বিমান ঘাঁটি ব্যবহার করায় সতর্ক প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রদপ্তর বলছে, রাশিয়া যেটা করেছে সেটা দুর্ভাগ্যজনক, তবে অপ্রত্যাশিত নয়।

রাশিয়া গেলো বছর সিরিয়ায় সামরিক অভিযান শুরুর পর প্রথম কোন তৃতীয় দেশ থেকে হামলা চালালো।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh