• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন রোববার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ এপ্রিল ২০১৭, ২২:০৪

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে রোববার। এ নির্বাচনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিভিন্ন জনমত জরিপের ফলাফলের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, কট্টর-ডানপন্থী প্রার্থী মারিন ল্য পেনের জয়ের সম্ভাবনা আছে।

দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে গেলো ১৫ বছরে এই প্রথম কট্টর-ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্ট-এফএন’র জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

পেনের সঙ্গে মধ্যপন্থী প্রার্থী এমানুয়েল মাক্রোঁর তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।

শুরুতে জনমত জরিপে এগিয়ে থাকলেও মধ্য-ডানপন্থী রিপাবলিকান প্রার্থী ফ্রঁসোয়া ফিয়ঁ সরকারি তহবিল তছরুপের অভিযোগে পিছিয়ে পড়েছেন। তবে এগিয়ে থাকা প্রেসিডেন্ট প্রার্থীর অন্যতম তিনি।

জরিপে এগিয়ে থাকা আরেকজন হলেন কট্টর-বামপন্থী প্রার্থী জঁ লুক মেলাঁশোঁ। প্রচারণার শেষের দিকে তার জনসমর্থন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সবশেষ জনমত জরিপ অনুসারে, মারিন ল্য পেন (৪৮) ও এমানুয়েল মাক্রোঁর (৩৯) মধ্যে রান-অফ ভোট হলে মাক্রোঁ জয়ী হবেন। রোববারের নির্বাচনে মাক্রোঁ জিতলে তিনি হবেন ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট।

আসছে ১৪ মে এর মধ্যে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্বভার নেবেন নতুন প্রেসিডেন্ট।

আধুনিক ফ্রান্সের ইতিহাসে এই প্রথমবার ক্ষমতাসীন প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে প্রার্থী হননি। সমাজতান্ত্রিক বর্তমান প্রেসিডেন্টের জনপ্রিয়তা কমে যাওয়ায় প্রার্থী হননি বলে ধারণা করা হচ্ছে।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh