• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সেন্ট পিটার্সবার্গে হামলাকারী কিরগিজ তরুণ

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৪ এপ্রিল ২০১৭, ১৭:১৬

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে হামলাকারী কিরগিজ তরুণ আকবরজন জারিলভ। যদিও পরে সে রাশিয়ার নাগরিকত্ব পান। মঙ্গলবার এমন তথ্য জানান কিরগিজস্তানের নিরাপত্তা বাহিনী।

সোমবার সেন্ট পিটার্সবার্গে দুটি স্টেশনের মধ্যবর্তী জায়গায় পাতাল রেলে ভয়াবহ বিস্ফোরণে ১৪ জন নিহত ও ৪৯ জন আহত হন। এ ঘটনায় সেন্ট পিটার্সবার্গ কর্তৃপক্ষ ৩ দিনের শোক ঘোষণা করেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গ। সোমবার সন্ধ্যায় তিনি ঘটনাস্থল পরিদর্শন এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।

দেশটির প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ ফেসবুকে দেয়া পোস্টে এ হামলাকে সন্ত্রাসী হামলা বলে দাবি করেন। তিনি জানান, হামলার পরপরই তদন্ত শুরু হয়েছে। সন্ত্রাসবাদ ছাড়াও হামলার সম্ভাব্য সব কারণ নিয়ে তদন্তকাজ পরিচালনা করবেন তদন্তকারীরা।

তবে স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, আত্মঘাতী হামলাকারীর দেহাবশেষ শনাক্ত করা সম্ভব হয়েছে। একজন নারীও এ হামলায় জড়িত থাকতে পারে বলে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে।

এই ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh