• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সত্যিকারের স্পাইডারম্যান!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ এপ্রিল ২০১৭, ১৮:৪৫

মার্বেলের কমিক বুক বা কার্টুনের অন্যতম সেরা চরিত্র স্পাইডারম্যান।

বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় ফিকশন্যাল এ সুপার হিরো চরিত্রটি হলিউডের বেশ কয়েকটি সিনেমাতেও এসেছে।

মাকড়শার মতো মুহূর্তেই এদিক থেকে ওদিকে ছুটে চলাই স্পাইডারম্যানের বিশেষ বৈশিষ্ট্য।

আর এ সুপার পাওয়ারকে কাজে লাগিয়ে তার উদ্দেশ্য মানুষকে সাহায্য করা।

শৈশবে অনেকেই হয়তো বড় হয়ে স্পাইডারম্যান হবো- এমনটা স্বপ্ন দেখেছেন। তবে মেক্সিকোর এক শিক্ষক নিজেকে সত্যিকারের স্পাইডারম্যান হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

মইসেস ভ্যাসকুয়েজ ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটিতে বিজ্ঞান বিভাগের শিক্ষক তিনি শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আরো সক্রিয় করতেই তার এ প্রয়াস।

২৭ বছর বয়সী এ শিক্ষকের ধারণা, সুপার পাওয়ার না থাকলেও সেটিকে ব্যবহার করে মানুষের কাজে লাগানো যায়।

তিনি বলেন, 'দ্য আমেজিং স্পাইডার ম্যান’ কমিকটি পড়ে তিনি স্পাইডারম্যান পোশাক পরে শিক্ষকতা করানোর ব্যাপারে অনুপ্রাণিত হন।

প্রতিদিন সকালে মায়ের সঙ্গে দেখা করে লাল-নীল ওই পোশাকে রাজধানী মেক্সিকো সিটির রাস্তায় বের হন তিনি। গণপরিবহনেও যাতায়াত করছেন স্বাভাবিকভাবে।

ভ্যাসকুয়েজ বলেন, পোশাকটি পরে ক্লাসে যাবার পর থেকে লক্ষ্য করি- শিক্ষার্থীরা এটি বেশ উপভোগ করছে। তাই সিদ্ধান্ত নিয়ে নিই- এ কাপড়েই ক্লাস করাবো।

তিনি বলেন, আমার শিক্ষার্থীরা সত্যিই আমাকে সুপার হিরো মনে করে। তারা আমার এভাবে পড়ানোর পদ্ধতিটা প্রচার করেছে। যদিও আমি নিজেকে সুপার হিরো মনে করি না কখনই। তবে সব সুপার হিরোর মতো আমি নিজেও আমার চেহারা লুকিয়ে রাখতে পছন্দ করি।

ওয়াই/এএইচসি/এসজে/আরকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh