• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

রক্তের দাগ পেয়ে ৭০ ছাত্রীকে নগ্ন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ এপ্রিল ২০১৭, ১৬:১৬

বাথরুমে রক্ত দাগ থাকায় হোস্টেলের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে জোরকরে ৭০ ছাত্রীকে নগ্ন করার অভিযোগ উঠেছে।

ভারতের মুজাফ্ফর নগরের কস্তুরবা গান্ধী রেসিডেনসিয়াল স্কুলের ছাত্রীদের অভিযোগ, সুরেখা তোমর নামের ওই তত্ত্বাবধায়ক তাদের জোরকরে কাপড় খুলতে বাধ্য করেন।

বিষয়টি জানাজানি হলে অভিভাবকদের সঙ্গে আন্দোলনে নামেন স্থানীয়রা। পরে সুরেখাকে সাময়িক বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ। এ নিয়ে তদন্তে নেমেছে উত্তর প্রদেশ (ইউপি) সরকার।

স্কুলের এক ছাত্রী জানায়, সেখানে কোন শিক্ষক ছিলেন না। আমাদের কে হোস্টেলের নিচে নামতে বলা হয়। ম্যাডাম আমাদের বলে, আমরা যদি খাপড় না খুলি তাহলে উনি আমাদের মারবেন। তাই আমাদেরও করার কিছুই ছিলো না।

তবে সুরেখা অভিযোগ অস্বীকার করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন।

তিনি বলেছেন, আমি সব নিয়ম মেনে চলতে চাই আর সবাইকে নিয়মেই রাখতে চাই। তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

ইউপি’র জ্বালানী মন্ত্রী শ্রীকান্ত শর্মা ঘটনার নিন্দা জানিয়ে বলেন, বিষয়টি নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন। এরই মধ্যে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh