• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে মসজিদের সামনে বোমা বিস্ফোরণে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ মার্চ ২০১৭, ২২:৫০

পাকিস্তানের উত্তর-পশ্চিমে আফগান সীমান্তবর্তী পারাচিনা শহরে শিয়া মসজিদের সামনে বোমা বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ জনেরও বেশি।

শুক্রবার জুম্মার নামাজের সময় মসজিদে নারীদের প্রবেশদ্বারের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

হতাহতদের হাসপাতালে নেয়া হয়েছে। হামলার পরপরই গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। আহতদের উদ্ধারে হেলিকপ্টার পাঠিয়েছে দেশটির সেনাবাহিনী। আহতদের জন্য রক্তের দরকার বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় পার্লামেন্ট সদস্য সাজিদ হুসাইন বলেন, এটা আত্মঘাতী হামলা ছিল। হামলাকারী ভিড়ের মধ্যে হামলা চালায়।

বিস্ফোরণের পর স্থানীয় দোকানপাট বন্ধ রয়েছে। শহরটির বেশিরভাগ নাগরিকই শিয়া সম্প্রদায়ের।

এ হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

কে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh