• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অল্পের জন্য বেঁচে গেলেন প্রিন্স উইলিয়াম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ মার্চ ২০১৭, ১৩:৫৬

অল্পের জন্য বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন প্রিন্স উইলিয়াম। পাইলটের দক্ষতায় এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি রিমোট কন্ট্রোল ড্রোনের সংঘর্ষ থেকে রক্ষা পান প্রিন্স এবং তার সঙ্গীরা।

দেশটির গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এয়ার অ্যাম্বুলেন্সটি নর্থ লন্ডন থেকে ক্যামব্রিজে ফিরছিলো। কিন্তু মধ্য আকাশে হঠাৎ একটি রিমোটচালিত ড্রোন বিমানটির নিকটে চলে আসে।

ড্রোনটি এয়ার অ্যাম্বুলেন্স থেকে এক ফিট দুরে ছিলো বলে জানা গেছে। এসময় বিমানে দু’জন পাইলট এবং তিনজন মেডিক্যাল কর্মী ছিলেন।

তবে বিমানের পাইলটের দায়িত্বে প্রিন্স উইলিয়াম ছিলেন না বলে জানা গেছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস কর্তৃপক্ষ।

২০১৫ সাল থেকে এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসের পাইলট হিসেবে দায়িত্ব পালন করছেন প্রিন্স উইলিয়াম। তবে রাজপরিবারের বিভিন্ন দায়িত্ব পালনের জন্য তিনি এ কাজ থেকে খুব তাড়াতাড়ি অব্যাহতি নেবেন বলে জানা গেছে।

এফএস/আরকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh