• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘আর্থ আওয়ার’ পালিত হচ্ছে বিশ্বজুড়ে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ মার্চ ২০১৭, ১১:৩০

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বজুড়ে পালিত হচ্ছে ১০ম বার্ষিক আর্থ আওয়ার। এর অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের স্থানীয় সময় শনিবার রাত সাড়ে আটটার দিকে বন্ধ করে দেয়া হয়েছে বৈদ্যুতিক বাতি।

এক ঘণ্টা সময় ধরে অন্ধকারে থাকছে বিশ্বের বিভিন্ন শহর।

২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে এক ঘণ্টার জন্য বাতি নিভিয়ে পরিবেশ সচেতনতামূলক ‘আর্থ আওয়ার’ পালন শুরু হয়।

ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ) অস্ট্রেলিয়া এর উদ্যোগে এ কর্মসূচি পালন হয়ে থাকে।

চলতি বছর ১শ’ ৭২টি দেশে আর্থ আওয়ার পালন করা হবে।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যবস্থা নিতে এবং এ প্রক্রিয়ার অংশ হিসেবে কয়েক মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করার লক্ষ্যে শামিল হবে সাত হাজার শহর।

আলো নিভিয়ে অন্ধকার করে রাখা হয়েছে লন্ডন ব্রিজ টাওয়ার এবং প্যারিসের আইফেল টাওয়ার।

এথেন্সের এক্রোপলিস এবং মস্কোর ক্রেমলিনেও পালন করা হচ্ছে ‘আর্থ আওয়ার’।

মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাল এবং কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ারের সব লাইট বন্ধ করে রাখা হয়েছিলো এক ঘণ্টার জন্য।

এফএস/আরকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh