• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মসুলে মার্কিন হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ মার্চ ২০১৭, ১৫:৩০

ইরাকের মসুল নগরীতে আইএসবিরোধী অভিযানে মার্কিন বিমান হামলায় সাধারণ মানুষের ব্যাপক প্রাণহানি ঘটছে। এতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থার প্রতিবেদনে বলা হয় মাসব্যাপী মার্কিন জোটের হামলায় এ পর্যন্ত অন্তত ২৩০ জন নিহত হয়েছে।

নিউইয়র্ক টাইমস এর প্রতিবেদন অনুসারে, হত্যাকাণ্ডের সময় সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও ১৭ থেকে ২৩ মার্চের মধ্যেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনাকে বিশাল ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন ইরাকে নিযুক্ত জাতিসংঘের উর্ধ্বতন কর্মকর্তা।

মার্কিন গণমাধ্যমের দাবি, এ বিষয়ে তদন্ত চলছে। আইএসের দখল থেকে মসুল পুনরুদ্ধারে ইরাকের সেনা মিশনে সহায়তা দিচ্ছে মার্কিন যুদ্ধবিমান।

এদিকে শুক্রবার পশ্চিম মসুলের জাবিদা এলাকায় বিমান হামলায় বিধ্বস্ত ভবন থেকে উদ্ধার করা হয়েছে ৫০টি মরদেহ।

এফএস/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh