• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

থমথমে ব্রিটেন, কঠিন জবাবের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ মার্চ ২০১৭, ১৪:৫৬

ব্রিটিশ পার্লামেন্টের বাইরে ও ওয়েস্টমিনস্টার ব্রিজে হামলার ঘটনায় শোকে স্তব্ধ পুরো ব্রিটেন। থমথমে অবস্থা লন্ডনজুড়েই। পুরো রাজধানীতে সতর্কতা জারি করেছে পুলিশ।

ঘটনার তদন্ত করছে কাউন্টার টেরোরিজম ইউনিট। আন্তর্জাতিক সন্ত্রাসবাদে প্রভাবিত হয়ে উগ্র ইসলামি জঙ্গিরা এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা ইউনিটের সদস্যদের।

হামলার পরে সংবাদ সম্মেলেনে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, হামলাটি ব্রিটেনের স্বাধীনতা, গণতন্ত্র, বাক-স্বাধীনতার ওপর আঘাত। পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে। এসময় সংকট কাটাতে সর্বোচ্চ পদক্ষেপের প্রতিশ্রুতি দেন তিনি।

প্রধানমন্ত্রী আরো বলেন, লন্ডনে বসবাসরত নানা জাতি-বর্ণের মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে না সন্ত্রাসীরা। রাজধানীকে নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে যারাই আমাদের মূল্যবোধ দমাতে চাইবে, তাদের কঠোর জবাব দেবো। কোনো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবো না।

গোয়েন্দারা পরিচয় না জানালেও ব্রিটিশ গণমাধ্যম বলছে, হামলাকারীর নাম আবু ইজাদেন। জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগ ছিলো তার বিরুদ্ধে। একে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে দেখছে লন্ডন পুলিশ।

এদিকে হামলার নিন্দা ও সমবেদনা জানিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ইসরায়েলসহ বিভিন্ন দেশের নেতারা।

সন্ত্রাসী হামলার আশঙ্কায় মাত্র একদিন আগে মুসলিমপ্রধান ৬টি দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ইলেকট্রোনিক যন্ত্র বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছিলো ব্রিটেন।

এফএস/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh