• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইন্দোনেশিয়ার পর্যটন এলাকায় ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ মার্চ ২০১৭, ১৩:৩৫

ইন্দোনেশিয়ার পর্যটন এলাকা বালি দ্বীপে ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অবকাশ যাপন কেন্দ্রটির হোটেলগুলোতে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বালি দ্বীপের দক্ষিণাঞ্চলে রাজধানী ডেনপাসার থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে ৬.৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় সকাল সাতটায় মাটির ১শ’ ১৮ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প হয়েছে।

জনপ্রিয় পর্যটন এলাকা কুতারের হোটেল সায়াং মাহা মেরথার এক কর্মী নিয়োমান পাসেক বলেন, ‘এখন সবকিছু স্বাভাবিক হয়ে এসেছে।’

দ্বীপের বাসিন্দা কার্লা বেহ্যারি টুইটারে লিখেন, নিঃসন্দেহে আজ সকালে বালিতে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

স্থানীয় বাসিন্দারা আরো জানান, ভূমিকম্পে পাশের পর্যটন দ্বীপ লোম্বোকেও আতঙ্কের সৃষ্টি হয়।

এপি/এফএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh