• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আমেরিকার পথেই হাঁটলো ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ মার্চ ২০১৭, ২২:২৩

আমেরিকামুখী ফ্লাইটে ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ করেছে ট্রাম্প প্রশাসন। এবার দেশটির পথ ধরে বিমানে ইলেক্ট্রনিক যন্ত্র ব্যবহার নিষিদ্ধ করলো ইংল্যান্ড।

সৌদি আরবসহ ৮ মুসলিম দেশের ১০টি বিমানবন্দরে ইংল্যান্ডমুখী যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে দেশটি। নিষেধাজ্ঞার আওতায় এসব বিমানবন্দরে মোবাইল ফোন ছাড়া প্রায় সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হচ্ছে।

তালিকায় থাকা ৮ মুসলিম দেশ হচ্ছে সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, কাতার, জর্ডান, কুয়েত ও মরক্কো।

ইমিরেটস এয়ারলাইনস, কাতার এয়ারওয়েজ, টার্কিশ এয়ারলাইনসের মতো বিশ্বর খ্যাতনামা বিমান সংস্থাগুলোকে এ নিয়ম মেনে চলতে হবে।

তালিকায় নাম থাকা এয়ারলাইনসগুলো হচ্ছে মিসরের কায়রো ইন্টারন্যাশনাল, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল, আবুধাবি ইন্টারন্যাশনাল, তুরস্কের আতার্তুক ইন্টারন্যাশনাল, কাতারের হামাদ ইন্টারন্যাশনাল, জর্ডানের কুইন আলিয়া ইন্টারন্যাশনাল, কুয়েতের কুয়েত ইন্টারন্যাশাল, মরক্কোর পঞ্চম মোহাম্মদ ইন্টারন্যাশনাল, সৌদি আরবের কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল ও কিং খালিদ ইন্টারন্যাশনাল।

এসব এয়ারলাইনসের কোনো যাত্রী তাদের হাতব্যাগে ল্যাপটপ, আইপ্যাড, কিন্ডলের মতো ডিভাইস নিয়ে ইংল্যান্ডে যেতে পারবেন না।

এপি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh