• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

২৯ মার্চই ব্রেক্সিট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ মার্চ ২০১৭, ১০:৪৯

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাবার প্রক্রিয়া শুরু হবে ২৯ মার্চ। জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। সোমবার আর্টিকেল ফিফটি নিয়ে আলোচনার শুরুতেই চূড়ান্ত তারিখ জানান মে’র কার্যালয়ের মুখপাত্র।

২৯ মার্চই ‘আর্টিকেল ফিফটি’ চালু করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এরপর ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশের মধ্যে থাকবে না যুক্তরাজ্য।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রধানমন্ত্রী মে ইইউ’র ২৭ সদস্য দেশকে চিঠি পাঠাবেন। চিঠিতে যতো দ্রুত সম্ভব আলোচনায় বসার আগ্রহের কথা জানাবেন তিনি।

নয় মাস আগে ঐতিহাসিক গণভোটে ইইউ থেকে বিচ্ছিন্ন হবার পক্ষে রায় দেয় যুক্তরাজ্যবাসী। গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় আসলেও স্কটল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ডে ইইউতে থেকে যাবার পক্ষে বেশি ভোট পড়েছিল।

ইউরোপীয় ইউনিয়ন গঠনের পর যুক্তরাজ্যই প্রথম দেশ, যারা এ জোট ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াকেই সংক্ষেপে বলা হচ্ছে ব্রেক্সিট।

এফএস/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh