• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাদ্রাসার জন্য মোদির ১ লাখ

অনলাইন ডেস্ক
  ১৯ মার্চ ২০১৭, ২২:১১

এক লাখ মাদ্রাসায় টয়লেট বানিয়ে দেবেন ভারতের প্রধানমন্ত্রী মোদি সরকার।

শনিবার একথা জানালেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। আসছে অর্থবছরের মধ্যেই ওইসব টয়লেট বানানোর কাজ শেষ হবে বলেন তিনি।

সম্প্রতি তিনি ভারতের মাদ্রাসাগুলোকে আধুনিক করা হবে বলে জানিয়েছিলেন। ওইসব মাদ্রাসায় বিজ্ঞান ও অন্যান্য বিষয় পড়ানোর পক্ষে মত দিয়েছেন নকভি। টয়লেট তৈরি সেই আধুনিকীকরণের অংশ বলে মনে করা হচ্ছে।

গেলো বছর একটি সমীক্ষায় বলা হয়, ভারতে একাধিক রোগের প্রকোপের পেছন রয়েছে খোলা জায়গায় মলত্যাগ। আর এই অভ্যাসের পিছনে আর্থিক অসঙ্গতির কোনো সম্পর্ক নেই। রয়েছে পুরনো অভ্যাস। খোলা জায়গায় মলত্যাগের ফলে ভারতে ডায়রিয়ার মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। ভারতের যেসব পরিবারের সদস্যরা খোলা জায়গায় মলত্যাগ করেন না তাদের আয়ু অনেকটাই বেশি।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh