• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

জঙ্গি বিরোধী গান : কিশোরীর বিরুদ্ধে ফতোয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ মার্চ ২০১৭, ১৮:৪৭

জঙ্গি বিরোধী গান গাওয়ায় নারী সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন ৪৬ আলেম। এতে বলা হয়েছে, নাহিদ আফরিন নামের ওই শিল্পী যাতে প্রকাশ্যে গান না করেন।

বুধবার হিন্দুস্তান টাইমস জানায়, জারি করা ফতোয়ার বিরুদ্ধে ভারতজুড়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে শুরু হয়েছে আন্দোলন।

ভারতের আসামের ১৬ বছর বয়সী নাহিদ ২০১৫ সালে একটি টেলিভিশন মিউজিক্যাল রিয়ালিটি শো’য়ের রানার-আপ হন। রিয়ালিটি শো’তে বলিউডের অভিনেত্রী সোনাক্ষি সিনহা তাকে বলিউডে গান করান সুযোগ করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। গেলো বছর সোনাক্ষির আকিরা সিনেমায় 'রাজ রাজকে' গানের মাধ্যমে নাহিদ বলি পাড়ায় অভিষেক করেন।

গেলো কয়েক দিন আগে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠির বিরুদ্ধে গান করে গণমাধ্যমের শিরোনামে আসেন।

আসছে আসামের ২৫ মার্চ উদালি সোনাই বিবি কলেজে নাহিদের গান করার কথা রয়েছে।

মঙ্গলবার ৪৬ আলেমের সই করা ফতোয়ায় বলা হয়, 'মেয়ে মানুষ প্রকাশ্যে গান করা ইসলামিক শরিয়া বিরোধী।'

নাহিদ জানায়, গেলো রাতে আমার বাসায় কয়েক জন সাংবাদিক এসে বাবাকে বিষয়টি জানায়। পরে বাবা আমাকে ফতোয়ার কথাটি বলেন। যদিও আমি কখনো শব্দটির সঙ্গে পরিচিত ছিলাম না।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh