• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মসুলে বড় গণকবরের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৪

ইরাকের মসুলে সবচে’ বড় গণকবরের সন্ধান পাওয়া গেছে। এতে আইএসের হাতে নিহত অন্তত চার হাজার ইরাকির লাশ রয়েছে। এদের বেশীরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।

মসুল দখলের পর নির্মমভাবে এদের হত্যা করা হয়। মসুল শহর থেকে আট কিলোমিটার উত্তরের খাসফা এলাকায় ওই গণকবর পাওয়া যায়।

স্থানীয় গ্রামবাসী, পুলিশ ও মানবাধিকার সংগঠনগুলো এ তথ্য জানিয়েছে।

লাশ মাটিচাপা দেয়ার জন্য কোনো গর্ত খুড়েনি জঙ্গিরা। ট্রাক-পিকআপ ও মিনিবাসে করে শত শত পুলিশকে একটি গিরিখাদের কিনারে এনে হাত-পা, চোখ বেঁধে মাথায় গুলি করে মেরে ফেলে দিতো তারা।

কোনো গণকবরে এতো মানুষের লাশের ঘটনা এটিই প্রথম। এর আগে গেলো বছর তিকরিতের কাছে ‘ক্যাম্প স্পেচার’ সামরিক ঘাঁটিতে বিমান বাহিনীর ১৭ শ’ ক্যাডেটের মরদেহর সন্ধান পাওয়া গিয়েছিলো।

এফএস/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh