• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রাইভেট প্রাকটিস বন্ধ রেখেছেন ডাক্তাররা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ মে ২০১৭, ১১:৪২

চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে প্রাইভেট প্রাকটিস বন্ধ রেখেছেন ডাক্তাররা।

গেলো শনিবার বিকেলে বাংলাদেশ মেডিকক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এ ধর্মঘটের ডাক দেয়। এদিন তারা ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন তারা।

এরমধ্যে গেলো রোববার ১২ থেকে ১টা পর্যন্ত সারাদেশে মানববন্ধন করেন যা আসছে বৃহস্পতিবারও করবেন।

এছাড়া ৫ দিন সার্বক্ষণিক কালোব্যাজ ধারণ করবেন চিকিৎসকরা।

আসছে রোববার ফের সভা করে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে বলে বিএমএ জানিয়েছে।

গেলো ১৭ মে জ্বর নিয়ে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফিয়া আক্তার চৈতি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ মে দুপুরে মারা যান তিনি। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলেও চৈতিকে ক্যান্সারের চিকিৎসা দেয়া হয়েছে এমন অভিযোগ এনে চৈতির সহপাঠীরা হাসপাতালে ভাঙচুর করেন। ওই সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কর্তব্যরত চিকিসৎককে মারধর করেন বলে হাসপাতাল সূত্র জানায়।

ছাত্রী মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার ৯ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন ঢাবি ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী।

এমসি /জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh